অপহৃত ১০০ শিশুকে উদ্ধার করেছে নাইজেরিয়া সরকার: এএফপি

অপহৃত ১০০ শিশুকে উদ্ধার করেছে নাইজেরিয়া
অপহৃত ১০০ শিশুকে উদ্ধার করেছে নাইজেরিয়া | ছবি: সংগৃহীত
0

গেল মাসে অপহরণের শিকার ১০০ শিশুকে নিরাপদে উদ্ধার করেছে নাইজেরিয়ার সরকার। এএফপি নিশ্চিত করেছে, এরই মধ্যে এই অপহৃত শিশুদের নাইজেরিয়ার রাজধানী আবুজায় আনা হয়েছে।

আজ (সোমবার, ৮ ডিসেম্বর) নাইজেরিয়ার স্থানীয় প্রশাসনের কাছে তাদের হস্তান্তর করা হবে বলেও জানায় সংবাদমাধ্যমটি।

নভেম্বরে দেশটির উত্তরের একটি ক্যাথলিক স্কুল থেকে ১৫৩ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষককে অপরহণ করে একদল সশস্ত্র যোদ্ধা।

আরও পড়ুন:

গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) নাইজেরিয়ার সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানকে জানানো হয়, উদ্ধার করা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। ছোট একটি সেশন শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএইচ