পাত্রিস তালোন জানান, তার অনুগত সেনারা বিদ্রোহ নস্যাৎ করে দিয়েছে। সকালে দেশটির জাতীয় টেলিভিশনে একদল সৈন্য ক্ষমতা দখলের ঘোষণা দেয়ার পর এই ঘোষণা আসলো। প্রেসিডেন্ট পাত্রিস তালোনকে ক্ষমতাচ্যুত করা চেষ্টায় অন্তত ১৪ জনকে আটকও করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন:
বেনিনকে সাধারণত স্থিতিশীল গণতন্ত্র হিসেবে দেখা হয়, যদিও প্রেসিডেন্ট তালোনের বিরুদ্ধে সমালোচনা দমনের অভিযোগ রয়েছে। ৬৭ বছর বয়সী তালোন আগামী বছর দ্বিতীয় মেয়াদ শেষে প্রেসিডেন্ট পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।





