বেনিনে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করেছে প্রেসিডেন্টের অনুগত সেনারা

অভ্যুত্থানকারী সেনা সদস্যরা
অভ্যুত্থানকারী সেনা সদস্যরা | ছবি: সংগৃহীত
0

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একদল বিদ্রোহী সেনার অভ্যুত্থানের চেষ্টা প্রেসিডেন্টের অনুগত সেনারা ভেস্তে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পাত্রিস তালোন। স্থানীয় সময় গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পাত্রিস তালোন জানান, তার অনুগত সেনারা বিদ্রোহ নস্যাৎ করে দিয়েছে। সকালে দেশটির জাতীয় টেলিভিশনে একদল সৈন্য ক্ষমতা দখলের ঘোষণা দেয়ার পর এই ঘোষণা আসলো। প্রেসিডেন্ট পাত্রিস তালোনকে ক্ষমতাচ্যুত করা চেষ্টায় অন্তত ১৪ জনকে আটকও করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন:

বেনিনকে সাধারণত স্থিতিশীল গণতন্ত্র হিসেবে দেখা হয়, যদিও প্রেসিডেন্ট তালোনের বিরুদ্ধে সমালোচনা দমনের অভিযোগ রয়েছে। ৬৭ বছর বয়সী তালোন আগামী বছর দ্বিতীয় মেয়াদ শেষে প্রেসিডেন্ট পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

ইএ