যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে যোগ দেবে সিরিয়া

ডোনাল্ড ট্রাম্প ও আহমেদ আল শারা
ডোনাল্ড ট্রাম্প ও আহমেদ আল শারা | ছবি: সংগৃহীত
0

ইসলামিক স্টেটের অপতৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে যোগ দেবে সিরিয়াও। গতকাল (সোমবার, ১০ নভেম্বর) হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠকের পর এ তথ্য দিয়েছে সিবিএস নিউজ।

এছাড়া সিজার অ্যাক্টের আওতায় দামেস্কের ওপর আরোপিত অধিকাংশ নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছে ওয়াশিংটন। ফলে আগামী ১৮০ দিনের জন্যে সিরীয় সরকার ও সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক লেনদেনে বাধা থাকছে না।

মার্কিন কূটনীতির প্রতিটি পরতে লুকিয়ে আছে বিস্ময়! একসময় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত আহমেদ আল শারাকে ধরিয়ে দিতে পারলে ১ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সেই আহমেদ আল শারাই ১৯৪৬ সালের পর প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে পা রাখলেন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন সেনা কর্মকর্তার সঙ্গে খেললেন বাস্কেটবলও।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আহমেদ আল শারার এটা তৃতীয় বৈঠক। এর আগে গালফ কোঅপারেশন কাউন্সিল ও জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড লাইনে সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এসময় তরুণ এই রাজনীতিবিদের ভূয়ষী প্রশংসাও করতে দেখা যায় তাকে।

আরও পড়ুন:

তবে ট্রাম্পের সঙ্গে শারার তৃতীয় দফার বৈঠকটিও কম গুরুত্বপূর্ণ ছিল না। সন্ত্রাসী তালিকা থেকে ওয়াশিংটন তার নাম বাদ দেয়ার এক দিন পরই যুক্তরাষ্ট্র সফরে যান শারা। সোমবারের বৈঠক থেকে খালি হাতেও ফিরতে হলো না তাকে। ট্রাম্প-শারা বৈঠকের পর সিজার অ্যাক্টের আওতায় দামেস্কের ওপর আরোপিত অধিকাংশ নিষেধাজ্ঞা আগামী ১৮০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

২০১২ সালের পর দামেস্ক-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্কে যে ছেদ পড়েছিল, তাও কেটে যাওয়ার আভাস মিলেছে ট্রাম্প-শারা বৈঠকের পর। আহমেদ আল শারা যুক্তরাষ্ট্র সফরের আগেই সিরিয়াতে শুরু হয় আইএস বিরোধী অভিযান। যার কারণ বোঝা যাচ্ছে এই বৈঠকের পর। সিবিএস নিউজকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামিক স্টেটের অপতৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেবে সিরিয়া।

সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে খোদ মার্কিন প্রেসিডেন্টও বলেছেন, আহমেদ আল শারার নেতৃত্বের প্রতি আস্থা আছে তার। বর্তমান প্রশাসন ইসরাইলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

এদিকে, সিরিয়ার একটি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। মানবিক সহায়তা সমন্বয়ের পাশাপাশি এর উদ্দেশ্য সিরিয়া-ইসরাইলের মধ্যে যে চুক্তি হয়েছে তার অগ্রগতি পর্যবেক্ষণ করা।

সেজু