পুলিশের প্রাথমিক তদন্তের তথ্যানুযায়ী, আত্মঘাতী হামলাকারী আদালতে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু সুযোগ না পেয়ে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।
জানা যায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার কিছু পর এ হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারী কে ছিল তার নাম পরিচয় জানা যায়নি।
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, বিস্ফোরণের পর ১২টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং সেগুলো এখন জরুরি বিভাগ থেকে মর্গে স্থানান্তর করা হচ্ছে।
নিহতদের মধ্যে কয়েকজন আইনজীবী রয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন আইনজীবী প্রতিনিধি। যারা বিস্ফোরণের সময় আদালতের বাইরে তাদের মক্কেলদের সঙ্গে ছিলেন বলেও জানানো হয়।





