রিয়াদে হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ার এক্সপো অনুষ্ঠিত

হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ার এক্সপো
হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ার এক্সপো | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ার এক্সপো ২০২৫। রিয়াদ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি মানবসম্পদ উন্নয়ন সংস্থাগুলো।

অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া।

আরও পড়ুন:

এ সময় আরও উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স প্রধান মোহাম্মদ রেজাউল করিম, লেবার কাউন্সিলর রেজা ই রাব্বিসহ আরও অনেকে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানবসম্পদ উন্নয়ন খাতে সম্ভাবনা, দক্ষতা বিনিময় এবং বৈদেশিক কর্মসংস্থানের নতুন দিক নিয়ে আলোচনাই ছিল এ এক্সপোর মূল লক্ষ্য।

সেজু