দেশটির বিচার বিভাগ ও সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে ২৭তম সংবিধান সংশোধনী বিল উপস্থাপন করেছে সরকার। খসড়ায় সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে সংশোধন আনার প্রস্তাব করা হচ্ছে। প্রস্তাবিত সংশোধনীতে চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি পদ বিলুপ্ত করে আনা হয়েছে নতুন পদ, চিফ অব ডিফেন্স ফোর্সেস।
আরও পড়ুন:
এছাড়া ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ার ফোর্স এবং অ্যাডমিরাল অব দ্য ফ্লিট- এসব সম্মানসূচক উপাধিকে আজীবন মর্যাদা দেয়ার বিধান রাখা হচ্ছে। আর, এ উপাধি বাতিলের ক্ষমতা থাকবে শুধু সংসদের হাতে।





