পুয়ের্তো রিকোতে মামদানিকে উষ্ণ অভ্যর্থনা, সেখানেই পড়লেন জুমার নামাজ

পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি
পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।

গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) পুয়ের্তো রিকোর স্যান হুয়ান মসজিদে নামাজ আদায়ের পর খাবারও বিতরণ করেছেন নিউ ইয়র্ক সিটির এ প্রথম মুসলিম মেয়র।

আরও পড়ুন:

এর আগে মামদানিকে উষ্ণ অভ্যর্থনা জানান পুয়ের্তো রিকানরা। মেয়র নির্বাচনে জয়ের মাত্র দুই দিন পরই বার্ষিক এক সম্মেলনে যোগ দিতে পুয়ের্তো রিকো পাড়ি জমান ৩৪ বছর বয়সী এই নেতা। প্রতি বছর নিউ ইয়র্কের রাজনীতিবিদরা অংশ নেন এ সামিটে, যোগ দেন বিভিন্ন বৈঠক ও কর্মশালায়।

এসএইচ