ইউক্রেনকে টমাহক অস্ত্র দেয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প, পারমাণবিক বোমা
ডোনাল্ড ট্রাম্প, পারমাণবিক বোমা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক অস্ত্র দেয়ার কথা ভাবছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ওয়ান ফোর্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তবে যুক্তরাষ্ট্র অস্বীকৃতি জানালেও রাশিয়ায় হামলার মাত্রা বাড়াতে জার্মানির কাছ থেকে অতিরিক্ত প্যাট্রিয়ট পেয়েছে ইউক্রেন। এদিকে, পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া-ইউক্রেন। ইউক্রেন জানায়, দেশটিতে নতুন করে চালানো রুশ হামলায় শিশুসহ নিহত হয়েছে অন্তত ৯ জন। অন্যদিকে, ইউক্রেনের একটি অঞ্চল দখল ও ১১ প্যারাট্রুপারকে হত্যার দাবি মস্কোর।

গাজা যুদ্ধবিরতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, ইউরোপে থামছে না যুদ্ধের দামামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষকে সংঘাত ভুলে যুদ্ধবিরতির শর্তে রাজি করাতে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও, বন্ধ হয়নি একে অপরের ভূ-খণ্ডে পাল্টাপাল্টি হামলা। সাড়ে তিন বছরের যুদ্ধে প্রাণ হারিয়েছে দুই পক্ষের অনেকে। শনিবার এক নিয়মিত ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের পোকরোভস্ক শহর দখলের দাবি করেছে। সেখানে থাকা ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি রুশ বাহিনীর।

এছাড়া রাশিয়ার ভূখণ্ডে অবতরণ করা ইউক্রেনীয় বাহিনীর একটি বিমান ভূ-পাতিতের দাবিও ক্রেমলিনের। এতে প্রাণ হারিয়েছেন ১১ প্যারাট্রুপার।

আরও পড়ুন:

তবে ক্রেমলিনের এসব দাবি উড়িয়ে দিয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ জানান, পরিস্থিতি খারাপ হলেও পোকরোভস্ক অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে লড়ে যাচ্ছে ইউক্রেনীয় সৈন্যরা। কিয়েভ আত্মসমর্পণ করবে না বলেও জোর দেন তিনি।

বিপরীতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিভিন্ন স্থানে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ তুলেছে কিয়েভ। রোববার, ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, রুশ বিমান হামলায় অঞ্চলটিতে আগুন লাগে একটি দোকানে। এছাড়া, দক্ষিণ ইউক্রেনের ওডেসাতেও মস্কোর বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ করেছেন অঞ্চলটির গভর্নর ওলেহ কিপার। রয়টার্সে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইউক্রেনীয় দমকল বাহিনী অঞ্চলটির কয়েকটি যানবাহনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যদিও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।

এদিকে, কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র। রোববার, এয়ার ওয়ান ফোর্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান ট্রাম্প।

বেশ কিছু দিন ধরেই রাশিয়ার দূরপাল্লায় আঘাত হানার লক্ষ্যে ওয়াশিংটনের কাছে টমাহক চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। অক্টোবর, এটি পেতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতও করেন তিনি।

তবে যুক্তরাষ্ট্র টমাহক দিতে না চাইলেও, রাশিয়ায় হামলা বাড়াতে জার্মানির কাছে থেকে যুক্তরাষ্ট্রের নির্মিত অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার, এক্স পোস্টে জেলেনস্কি জার্মান কর্তৃপক্ষকে প্যাট্রিয়ট সরবরাহের জন্য ধন্যবাদ জানান। এসময়, তিনি রুশ হামলা থেকে ইউক্রেনের অবকাঠামো ও শহরের বেসামারিক মানুষ রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদারে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র দিতে টালবাহানা করায়, জেলেনস্কি ন্যাটোভুক্ত দেশগুলোকে কিয়েভের পক্ষে অস্ত্র কেনার আহ্বান জানিয়েছেন। যদিও, ক্রেমলিন বারবার বলে আসছে এর মাধ্যমে পরিবর্তন আসবে না ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির।

ইএ