গেল সপ্তাহে ওই বিজ্ঞাপন প্রচারের পর কানাডার সঙ্গে সকল বাণিজ্য আলোচনা স্থগিত করেন ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প জানান, দুই দেশ পুনরায় বাণিজ্য আলোচনা শুরু করবে না। বিজ্ঞাপনটির জন্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমা চেয়েছেন বলেও জানান ট্রাম্প। কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা না করলেও চীনের সঙ্গে চমৎকার ও দীর্ঘস্থায়ী চুক্তি হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
বেইজিং ফেন্টানিল নিয়ন্ত্রণ, মার্কিন সয়াবিন আমদানি ও বিরল খনিজ রপ্তানি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় চীনের ওপর থেকে বাণিজ্য শুল্ক কমানোর কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট।





