শাটডাউন তুলে নিতে ডেমোক্রেটদের প্রতি জেডি ভ্যান্সের আহ্বান

জেডি ভ্যান্স | ছবি: সংগৃহীত
0

পাগলামি বন্ধ করে, সরকারি কার্যক্রম পুনরায় চালু করতে বিরোধী ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নভেম্বরের শেষ পর্যন্ত চলমান শাটডাউন চললে তা দেশটির বিমান খাতকে বিপর্যয়ের মুখে ঢেলে দেবে বলেও শঙ্কা জানান তিনি। এদিকে নভেম্বরে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি পরিচালনায় জরুরি তহবিলের অর্থ খরচ করা হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মাস পেরোলেও প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট বিল পাস না হওয়ায় চরম সংকটে দিন কাটাচ্ছে দেশটির লাখ লাখ ফেডারেল কর্মী।

প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের দ্বন্দের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া সরকারি শাটডাউন এক মাসে গড়ালো। অক্টোবরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হলেও, স্বাস্থ্যসেবা বিল নিয়ে বিরোধী ডেমোক্র্যাট শিবিরের চাপের মুখে উচ্চকক্ষ সিনেটে বাজেট পাসে ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন। এরপর থেকে স্থবির দেশটির প্রায় ২০ লাখ ফেডারেল কর্মীর জীবনযাত্রা।

আল-জাজিরা জানায়, সরকারি কোষাগারে অর্থ না থাকায় এখন পর্যন্ত বেতন ছাড়াই ছুটিতে পাঠানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার ফেডারেল কর্মীকে। দীর্ঘদীন বেতন ছাড়াই কাজ করছেন জরুরি সেবায় নিয়োজিত সাত লাখেরও বেশি কর্মী। এছাড়া, নভেম্বরে তহবিল ফুরিয়ে যাওয়ায় বন্ধ হতে পারে বেশ কিছু সরকারি কর্মসূচি।

এরই মধ্যে মার্কিন কৃষি বিভাগ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে জানিয়ে দিয়েছে , নভেম্বরে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ কর্মসূচি পরিচালনার প্রয়োজনীয় ত্হবিল ফেডারেল সরকারের কাছে নেই। এর আওতায় যুক্তরাষ্ট্রের ৪ কোটি ২০ লাখ মানুষ মাসিক ভাতা পেয়ে থাকে। তবে কর্মসূচিটি পরিচালনায় ৫ বিলিয়ন ডলারের জরুরি তহবিল বরাদ্দ আছে কোষাগারে। যা নিম্ন আয়ের মানুষের সহায়তায় কয়েক সপ্তাহ ব্যবহার করা যেতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা, এটি চালাতে জরুরি তহবিলের অর্থ ব্যবহার করা হবে না।

এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নরের নির্দেশে শাটডাউনের সময়ে লস অ্যাঞ্জেলেসের রিজিওনাল ফুড ব্যাংকের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী সরবরাহে কাজ করছে ন্যাশনাল গার্ডের সদস্যরা। তবে শাটডাউনের মেয়াদ বাড়তে থাকায় খাদ্যের সংকট প্রকট হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন লস অ্যাঞ্জেলেস ফুড ব্যাংকিংয়ের এক শীর্ষ কর্মকর্তা।

লস অ্যাঞ্জেলেস ফুড ব্যাংকিংয়ের বাণিজ্য শাখার পরিচালক ডেভিড মে বলেন, ‘দিন বাড়ার সঙ্গে সঙ্গে, লস অ্যাঞ্জেলেসসহ দেশব্যাপী খাদ্যের চাহিদাও বাড়ছে । এর সমাধান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে অনেক মানুষ খাবার ও পুষ্টিহীনতায় ভুগছে। ফুড ব্যাংক পরিচালনা দলের একজন হিসেবে, এটি দেখতে চাই না।’

আরও পড়ুন:

সরকারি শাটডাউনের প্রভাব মার্কিন অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ছাপ না ফেললেও, এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকরা।

অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি জানান, ট্রাম্পের ছাঁটাই এবং প্রকৃত চাকরি হারানোর হুমকির কারণে এবারের প্রভাব খারাপ হতে পারে। তার শঙ্কা ঝুঁকি বাড়বে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শ্রমবাজারে।

এমনকি অনেক বিশ্লেষক বলছেন, চলমান অচলাবস্থার কারণে প্রতি সপ্তাহে জিডিপির প্রবৃদ্ধি কমবে শুন্য দশমিক ১ থেকে ২ শতাংশ, যার আর্থিক মূল্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার।

তবে থ্যাঙ্কসগিভিং এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে শাটডাউন চললে তা বিমান পরিবহন খাতে বিপর্যয় বয়ে আনবে বলে শঙ্কা মার্কিন ভাইস প্রেসিডেন্টের। সাধারণত প্রতি নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে খাবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘থ্যাঙ্কসগিভিং ডে’ পালিত হয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘আমি বিমান পরিবহনের সঙ্গে সংশ্লষ্টদের জন্য চিন্তিত। পাইলটেরা দীর্ঘদীন ধরে বেতন পাননি। কিছু বিষয়ে আমরা মতবিরোধে জড়াতে পারি, যুক্তিতর্কে যেতে পারি। কিন্তু এটি এমন একটি বিষয় যেখানে সবারই ঐক্যমতে পৌঁছানো উচিত। ডেমোক্রেটদের বলব পাগলামি বন্ধ করুন। সরকারি কার্যক্রম স্বাভাবিক করতে ভূমিকা রাখুন। এটি অনেক সমস্যা তৈরি করছে।’

যুক্তরাষ্ট্রে সবশেষ শাটডাউন হয়েছিল ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলে। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে হওয়া বিতর্কের জেরে সেবার ৩৫ দিন ব্যাহত হয় সরকারি কার্যক্রম। যা মার্কিন শাটডাউনের ইতিহাসে দীর্ঘ।

এসএইচ