শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘বড় সফলতা’ বললেন ট্রাম্প

ট্রাম্প ও শি জিনপিং
ট্রাম্প ও শি জিনপিং | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘বড় সফলতা’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘আমার মতে, এটা একটা অসাধারণ বৈঠক ছিল।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, চীনের পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করেছেন ট্রাম্প। বিনিময়ে, চীন আবারও যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি শুরু, বিরল খনিজ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং অবৈধ মাদক ফেন্টানিল পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।

ট্রাম্প জানান, আগামী বছর এপ্রিল মাসে তিনি নতুন করে আলোচনার জন্য চীন সফরে যাবেন।

আরও পড়ুন:

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘আমি এপ্রিল মাসে চীন যাচ্ছি এবং এরপর তিনি (শি জিনপিং) যুক্তরাষ্ট্রে আসবেন, সেটা ফ্লোরিডা, পাম বিচ বা ওয়াশিংটন ডিসি— যেখানেই হোক।

ট্রাম্প আরও বলেন, ‘বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত বৈঠকে আমরা অনেক বিষয় চূড়ান্ত করেছি।’ তিনি শি জিনপিংকে ‘অত্যন্ত শক্তিশালী একটি দেশের অসাধারণ নেতা’ হিসেবে প্রশংসা করেন।

ইএ