দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিং বৈঠক চলছে

ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং
ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং | ছবি: সংগৃহীত
0

শুল্ক উত্তেজনা কমাতে দক্ষিণ কোরিয়ার বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক চলছে। এতে, বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা রয়েছে তাদের মধ্যে। অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে ট্রাম্প ও শি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছেন এবং এর ফাঁকেই বুসানে তাদের মধ্যে এ গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।

২০১৯ সালের পর এ প্রথম সরাসরি আলোচনায় বসছেন বিশ্বের সবচেয়ে বড় দুই বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ। এরইমধ্যে বুসানের ঘিমি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ট্রাম্প। শিগগিরই শি জিনপিংও পৌঁছানোর কথা রয়েছে সেখানে।

আরও পড়ুন:

আসিয়ান ও এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এ সপ্তাহে এশিয়া সফরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। তার এ সফরের শেষ দিন আজ। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার কথা রয়েছে ট্রাম্পের। চীনের ওপর ১৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং মার্কিন পণ্যে ১৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে বেইজিং।

ইএ