সরকারবিরোধী আন্দোলনের জেরে পেরুতে জরুরি অবস্থা জারি

পেরুতে সরকারবিরোধী আন্দোলন
পেরুতে সরকারবিরোধী আন্দোলন | ছবি: সংগৃহীত
0

ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের জেরে জরুরি অবস্থা জারি করা হয়েছে পেরুর রাজধানী লিমায়। বিক্ষোভ দমনে সাংবিধানিক অধিকার স্থগিত করা হয়েছে জরুরি অবস্থার মাধ্যমে।

গতকাল মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত বার্তায় প্রেসিডেন্ট হোসে জেরি জানান, জরুরি অবস্থার মেয়াদ অন্তত ৩০ দিন। জরুরি অবস্থা জারি থাকাকালীন রাজধানীর রাস্তায় টহল দেবে সেনাবাহিনী। নিষিদ্ধ থাকবে সব ধরনের সভা-সমাবেশসহ বিভিন্ন নাগরিক অধিকার চর্চা।

আরও পড়ুন:

চাঁদাবাজি ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে অস্থির লাতিন আমেরিকার দেশটি। গেলো বছরের তুলনায় পেরুতে চাঁদাবাজি বেড়েছে ৩০ শতাংশ। চলতি বছরই প্রায় ১৮ হাজার চাঁদাবাজির মামলা মীমাংসা ও চাঁদাবাজি দমনে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য কীভাবে সংগ্রহ করবে, তা স্পষ্ট করেনি পেরু সরকার।

এফএস