প্রতিবেদনের তথ্যানুযায়ী, ইসরাইলি সামরিক বাহিনী রোববার গাজায় হামলা চালায়। ইসরাইলি গণমাধ্যম ও ফিলিস্তিনি ভূখণ্ডটির বাসিন্দা সূত্রে এ তথ্য জানা গেছে। এ হামলায় গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি বড় ধরনের প্রশ্নের মুখে পড়লো বলে অভিমত দিয়েছেন বিশ্লেষকরা।
গত সপ্তাহেই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে হামাস ও ইসরাইল একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছিল।
রোববার গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনিরা জানান, তারা দক্ষিণ গাজার রাফায় গুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পাশাপাশি খান ইউনিসের কাছে আবাসান শহরে ইসরাইলি ট্যাংকের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় বিকালের দিকে রাফাতে কয়েক দফা বিমান হামলার শব্দ শোনার কথা জানিয়েছেন খান ইউনিসের কয়েকজন বাসিন্দা।
এ বিষয়ে জানার জন্য সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন ইসরাইল সরকারের এক মুখপাত্র। তবে তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে ইসরাইলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
টাইমস অব ইসরাইল বলেছে, জঙ্গিরা ইসরাইলি সেনাদের ওপর হামলা চালানোর পর ইসরাইলি সামরিক বাহিনী রাফাতে বিমান হামলা চালায়। তবে ইসরাইলের সেনাদের ওপর হামলার খবরের সূত্র জানায়নি তারা।





