লেবাননের আদালতে জামিন পেলো গাদ্দাফির ছেলে হান্নিবল

হান্নিবল গাদ্দাফি
হান্নিবল গাদ্দাফি | ছবি: সংগৃহীত
0

প্রয়াত লিবিয়ান নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে হান্নিবল গাদ্দাফিকে জামিনে মুক্তি দিয়েছে লেবাননের আদালত। ১১ মিলিয়ন ডলার জরিমানার বিনিময়ে তাকে জামিন দেয়া হয়। তবে তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির শিয়া নেতা মূসা আল-সদরের অপহরণ ও নিখোঁজের মামলায় হান্নিবল গাদ্দাফিকে জামিন দেয়া হয়।

আরও পড়ুন:

এক দশক ধরে বিনা বিচারে আটক থাকার পর, জামিন পেলেন তিনি। আইন অনুযায়ী নির্বিচারে আটক মামলায় জামিনে মুক্তি অগ্রহণযোগ্য হওয়ায় রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করার কথা জানিয়েছে হান্নিবলের উকিল।

এফএস