বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি: যুক্তরাজ্যে জনসনের বিরুদ্ধে ৩ হাজার মানুষের মামলা

জনসন বেবি পাউডার
জনসন বেবি পাউডার | ছবি: সংগৃহীত
0

জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি থাকার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাজ্যে ৩ হাজারের বেশি মানুষ। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মামলায় অভিযোগ করা হয়, ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসন জেনেশুনে ক্ষতিকারক অ্যাসবেস্টস-দূষিত বেবি পাউডার বিক্রি করছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, মামলার প্রমাণ হিসেবে কিছু অভ্যন্তরীণ নথি ও বৈজ্ঞানিক প্রতিবেদনও উপস্থাপন করেছে ভুক্তভোগীরা।

আরও পড়ুন:

যেখানে বলা হয়, ১৯৬০-এর দশক থেকেই প্রতিষ্ঠানটি জানতো তাদের ট্যালকম পাউডারে ক্ষতিকারক উপাদান রয়েছে। যা প্রাণঘাতী ক্যানসারের ঝুঁকি তৈরি করে। এ বিষয়ে তাদের পণ্যের মোড়কে কোনো সতর্কবার্তা নেই।

সব অভিযোগ অস্বীকার করে জনসন অ্যান্ড জনসন এক বিবৃতিতে বলেছে, তাদের তৈরি বেবি পাউডারে ক্ষতিকারক উপাদান নেই। ২০২৩ সালে যুক্তরাজ্যে ট্যালকম পাউডার বিক্রি বন্ধ করা হয়।

ইএ