ইউক্রেনে যুদ্ধ বন্ধে ইচ্ছুক নন পুতিন, অভিযোগ ট্রাম্পের

ভলোদিমির জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন
ভলোদিমির জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনে যুদ্ধ বন্ধে ইচ্ছুক নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আবারও এ অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধ বন্ধে যেকোনো মুক্ত আলোচনায় প্রস্তুত রয়েছে তারা। এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা একটি বৈঠকে অংশ নিয়েছে।

মুখে যুদ্ধ বন্ধের কথা বললেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার রুশ সেনাবাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি গ্রাম দখলের দাবি জানায়। এছাড়া, নতুন করে চালানো রুশ হামলায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ঘটনায় আহত হয় অন্তত সাতজন।

অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে নেটওয়ার্কজনিত ত্রুটি ও রাশিয়ার আক্রমণের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের তিন শহরের অন্তত ৩০ হাজার বাসিন্দা। তবে ইউক্রেনের বিরুদ্ধেও হামলার অভিযোগ তুলেছে রাশিয়া। তাদের দাবি, মস্কোর উদ্দেশ্যে ছোঁড়া ১৯৫ টি ড্রোন, ছয়টি হিমার্স রকেট ও দশটি গাইডেড বোমা প্রতিহত করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে ইচ্ছুক নয় বলে আবারও অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পুতিন আমার বন্ধু। কিন্তু যুদ্ধ বন্ধ না করায় তিনি সবার চোখে খারাপ হচ্ছেন। তাকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন:

এসময় ট্রাম্প নিশ্চিত করেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুতে শুক্রবার তার সঙ্গে যুক্তরাষ্ট্রে সাক্ষাত করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি আমাদের কাছে টমাহক চায়। সবাই আমাদের কাছে এটি চায়। যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে অনেক টমাহক আছে।’

তবে গাজা যুদ্ধবিরতির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের আগ্রহের প্রশংসা করেছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। রাশিয়া সবসময় মুক্ত আলোচনার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের গ্রহণযোগ্যতা ইউক্রেনকে যুদ্ধবিরতিতে রাজি করাবে বলে মনে করে ক্রেমলিন।’

ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও রুশ হামলা ঠেকাতে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনের জন্য নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করবে বলে জানিয়েছেন ইস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী। আর, রাশিয়া ন্যাটোর জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছে ফিনল্যান্ড।

এদিকে ইউক্রেনে অস্ত্র সমৃদ্ধকরণ বিষয়ে বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠকে বসেছে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা।

ইএ