সিরিয়ায় ডেমোক্র্যাটিক ফোর্সেস-এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

আলেপ্পোতে সেনা মোতায়েন
আলেপ্পোতে সেনা মোতায়েন | ছবি: সংগৃহীত
0

সিরিয়ার আলেপ্পো নগরীর দুটি এলাকায় সরকারের নিরাপত্তাবাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক ফোর্সেস ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৭ অক্টোবর) সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা এবং এসডিএফ কমান্ডার মাজলুম আবদির মধ্যকার বৈঠক শেষে এ ঘোষণা আসে।

কয়েক দিনের সংঘাতের পর যুদ্ধবিরতির এ সিদ্ধান্তে পৌঁছায় দুটি পক্ষ।

আরও পড়ুন:

এর আগে, চলতি বছরের মার্চেও কুর্দিদের সঙ্গে সিরীয় সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। সে অনুযায়ী, কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোকে দামেস্কের সঙ্গে এক করার পরিকল্পনা ছিল। দেশটির এক চতুর্থাংশ অঞ্চল কুর্দিদের দখলে রয়েছে। গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র সরকারের মদদপুষ্ট।

ইএ