ইসরাইলের দাবি, শহিদুল আলমের ‘কনসেন্স’সহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক

গত ৩ অক্টোবর একটি লাইভস্ট্রিম থেকে নেয়া এই স্ক্রিনশটে কনসেন্স নামের জাহাজটির দৃশ্য দেখা যায়
গত ৩ অক্টোবর একটি লাইভস্ট্রিম থেকে নেয়া এই স্ক্রিনশটে কনসেন্স নামের জাহাজটির দৃশ্য দেখা যায় | ছবি: সংগৃহীত
0

গাজার ওপর থাকা নৌ অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি নতুন নৌবহরকে (ফ্রিডম ফ্লোটিলা) তাদের লক্ষ্য অর্জনে বাধা দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল আজ (বুধবার, ৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই নৌবহরের জাহাজ এবং যাত্রীদের আটক করে ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে এক্সে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আইনি নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।'

জাহাজ এবং যাত্রীদের ইসরাইলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

এক্স পোস্টে বলা হয়, ‘সব যাত্রী (ফ্রিডম ফ্লোটিলার) নিরাপদ এবং সুস্থ আছেন। তাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।’

আরও পড়ুন

এর আগে, গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, তাদের জাহাজগুলো ইসরাইলি সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয়েছে এবং উপত্যকার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজ আটক করা হয়েছে।

এর আগে, গাজামুখী সুমুদ ফ্লোটিলার ৪০টির বেশি জাহাজ ও এর যাত্রীদের আটক করে ইসরাইল। তার কয়েকদিনের মাথায় নতুন নৌবহর ফ্রিডম ফ্লোটিলাও আটকে দিলো দখলদার বাহিনী।

প্রসঙ্গত, ফ্রিডম ফ্লোটিলা নামের এই নৌবহরে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমও ছিলেন। তাকে বহনকারী নৌযানের নাম ছিল ‘কনসেন্স’।

জানা গেছে, সুমুদ ফ্লোটিলা থেকে আটক ৪৭৯ জনের বেশি সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরাইল।

এনএইচ