পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক রাখা অপ্রাসঙ্গিক: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি | ছবি: সংগৃহীত
0

‘পশ্চিমা দেশগুলো ইরানের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা অপ্রাসঙ্গিক’। গতকাল (রোববার, ৫ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এ নিষেধাজ্ঞার কারণে কায়রো চুক্তির আর কোনো গ্রহণযোগ্যতা থাকছে না। গেলো জুনে ইরানের পরমাণু স্থাপনায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সহযোগিতা করা থেকে বিরত থাকার ঘোষণা দেয় তেহরান।

আরও পড়ুন:

এরপর কায়রো চুক্তি অনুসারে আবারও আইএইএ’কে ইরানের পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ দিতে, নতুন কাঠামো তৈরি করা হয়। কিন্তু পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করায়, এ চুক্তি বাতিল ও পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলো তেহরান।

এফএস