ফ্রান্সে দেশব্যাপী ধর্মঘটের ডাক ট্রেড ইউনিয়নগুলোর, বন্ধ আইফেল টাওয়ার

বন্ধ আইফেল টাওয়ার
বন্ধ আইফেল টাওয়ার | ছবি: সংগৃহীত
0

প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় ফ্রান্সের ট্রেড ইউনিয়নগুলো। এর জেরে গেল বৃহস্পতিবার (২ অক্টোবর) বন্ধ ছিল প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার।

প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় ফ্রান্সের ট্রেড ইউনিয়নগুলো। এর জেরে গেল বৃহস্পতিবার (২ অক্টোবর) বন্ধ ছিল প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার।

এ সময় টাওয়ারটি পরিদর্শনে এসে ফিরে যান পর্যটকেরা। দর্শনার্থীরা জানান, এটি বন্ধের বিষয়ে কোনো নোটিশ দেয়া হয়নি। আন্দোলনের মুখে নিরাপত্তা ঝুঁকিতে আইফেল টাওয়ার বন্ধ রাখার কথা জানায় কর্তৃপক্ষ। যদিও টাওয়ারের নীচের প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত ছিল।

আরও পড়ুন:

আগামী বাজেটে ব্যয় হ্রাসের পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। এ সময় সম্পদশালীদের ওপর উচ্চহারে কর আরোপের দাবি জানায় বিক্ষোভকারীরা।

ইএ