খুলে দেয়া হয়েছে জার্মানির মিউনিখ বিমানবন্দর

মিউনিখ বিমানবন্দর
মিউনিখ বিমানবন্দর | ছবি : সংগৃহীত
0

সাময়িক বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে জার্মানির মিউনিখ বিমানবন্দর। জার্মানির আকাশসীমায় সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যাওয়ায় মিউনিখ বিমানবন্দরের ১৭টি ফ্লাইট বাতিল করা হয়। এর আগে স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২ অক্টোবর) সন্ধ্যায় প্রথমে ফ্লাইটগুলো স্থগিত করে জার্মান এয়ার কন্ট্রোলার অফিসাররা।

এতে ভোগান্তিতে পড়ে প্রায় তিন হাজার যাত্রী। জার্মানির আকাশসীমায় সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যাওয়ায় ফ্লাইটগুলো বাতিল করা হয়। পাশাপাশি বিমানবন্দরটিও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

এর আগে, আকাশে সন্দেহজনক ড্রোন উড়তে দেখায় গেল সপ্তাহে ইউরোপের আরেক দুই দেশ ডেনমার্ক ও নরওয়ের বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ইএ