পুলিশ জানিয়েছে, একটি বাড়িতে আগুন লাগানোর পর সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে বোমা হামলার হুমকি পাওয়া যায়।
এ ঘটনায় আবাসিক ভবনে বিস্ফোরণে ভবনের আশপাশে থাকা গাড়িও পুড়ে যায় এবং একজন নিহত হয়েছে বলেও জানা যায়।
আরও পড়ুন:
এর জেরে গতকাল (বুধবার, ১ অক্টোবর) সকালে মিউনিখের অক্টোবর ফেস্ট সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এরপর পুলিশ অভিযান চালিয়ে ভবনটি থেকে সন্দেহজনক কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তবে বোমা হামলার হুমকির বিষয়ে তেমন কিছুই খুঁজে পায়নি পুলিশ।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় খুলে দেয়া হয় মিউনিখ শহরে আয়োজিত অক্টোবর ফেস্টের গেট। ভোড় সাড়ে ৫টা থেকেই দীর্ঘ লাইন দেখা দেয় শত শত দর্শনার্থীদের। ২০ সেপ্টেম্বর শুরু হওয়া ১৬ দিনের এ আয়োজন চলবে ৫ অক্টোবর পর্যন্ত।





