গাজার পথে যাত্রা করা সুমুদ ফ্লোটিলায় ইসরাইলের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ ইতালি। প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন।
ইসরাইলের বিরুদ্ধে রাজধানী রোম ও নেপলসসহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। ফ্রি প্যালেস্টাইন ও স্টপ দ্য অ্যাটাক অন হিউম্যানিটি স্লোগানে মুখরিত রোমের সড়ক।
আরও পড়ুন:
এ সময় ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার হাতে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। রোমের রিপুবলিকা স্কয়ার থেকে মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারমিনি স্টেশনে এসে জমায়েত হয়ে প্রতিবাদ জানায় তারা।
অবিলম্বে গাজায় অবরোধ প্রত্যাহার এবং মানবিক সহায়তা পৌঁছানোর নিশ্চয়তার দাবি জানায় আন্দোলনকারীরা। বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন ধর্ম-বর্ণ-জাতির মানুষ। যাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।
রোমের রাতের আঁধারে জ্বলছে মানবতার শিখা। ফিলিস্তিনের জন্য ন্যায়বিচারের এই ডাক থামবে না— এই প্রতিশ্রুতিতে প্রতিবাদ জানাচ্ছে রোমবাসী।





