২৪টি নতুন স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে স্পেসএক্স

স্পেসএক্স
স্পেসএক্স | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বেজ থেকে রকেটের সাহায্যে ২৪টি নতুন স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন নভোযান ঘাঁটি ভেনডেনবার্গ থেকে ফ্যালকন নাইন রকেটের সাহায্যে এই অভিযান চালায় মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মূলত স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। স্টারলিংক হচ্ছে উপগ্রহ-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা- যা ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে।

বৃহস্পতিবার ফ্যালকন ৯ রকেটের সাহায্যে স্টারলিংকের এমন ২৪টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার এই অভিযান শুরু হয়।

স্পেস এক্স জানায়, এদিন উড্ডয়নের সাড়ে ৮ মিনিট পর অভিযানের প্রথম ধাপ শেষ করে প্রশান্ত মহাসাগরে স্পেসএক্সের 'স্পেস পোর্ট' ড্রোন শিপ স্টেশনে ফেরত আসে স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেটের একটি অংশ।

আরও পড়ুন:

আর রকেটের স্যাটেলাইট বহনকারী অংশ পৌঁছে যায়, পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে। এর প্রায় ৬২ মিনিট পরে স্যাটেলাইটগুলো মহাকাশে ছেড়ে স্টেশনে ফেরত গেছে ফ্যালকন নাইন।

স্পেসএক্স মূলত পৃথিবীর নিকটতম একটি কক্ষপথে স্টারলিংকের একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করতে চায়। যাকে বলা হচ্ছে স্টারলিংক মেগাকন্সটেলেশন। এই নেটওয়ার্কের জন্য এরইমধ্যে স্পেসএক্সের প্রায় সাড়ে ৮ হাজার মহাকাশযান সক্রিয়ভাবে কাজ করছে।

চলতি বছর এখনও পর্যন্ত মহাকাশে মোট ১২৩ বার ফ্যালকন নাইন রকেট পাঠিয়েছে স্পেসএক্স। এরমধ্যে চলতি সেপ্টেম্বরে এ নিয়ে মোট ১৬ বার মহাকাশে ফ্যালকন নাইন পাঠানো হল।

সেজু