টিকটকের মালিকানা হস্তান্তরে নির্বাহী আদেশে ট্রাম্পের সই

মালিকানা হস্তান্তরর বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ
মালিকানা হস্তান্তরর বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ | ছবি: সংগৃহীত
0

মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা হস্তান্তরের বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিশ্চিত করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের বাজারমূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার। তবে মালিকানা হস্তান্তর করতে হলে চীন সরকার ও মালিকানাধীন প্রতিষ্ঠান বাইট ড্যান্স অনুমোদনের প্রয়োজন হবে।

আরও পড়ুন:

অনুমোদন মিললে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার শর্ত মেনে টিকটকের ৬৫ শতাংশ শেয়ারের মালিকানা নিতে পারবে যেকোনো মার্কিন প্রতিষ্ঠান। 

এ বিষয়ে বেইজিং এখনও পর্যন্ত কোনো মন্তব্য না করলেও, মার্কিন প্রেসিডেন্টের দাবি চীনের শি জিনপিং নিজেই এ চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এসএইচ