পূর্ব আফ্রিকার এ দেশটিতে জ্বালানি খাতে বিশৃঙ্খলা চলছে কয়েক মাস ধরেই। ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট এবং সেইসঙ্গে পানির সংকটে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রথম দিকে জেন-জিদের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন শুরু হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমের আন্দোলন থেকে পরে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা সড়কে টায়ার দিয়ে অবরোধ করে রাখে। তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এসময় হামলা চালানো হয় দেশটির প্রেসিডেন্টসহ রাজনীতিবিদদের বাড়িতে।





