নতুন আমদানিকৃত ওষুধে শতভাগ শুল্কারোপ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

আমদানি করা ওষুধের ওপর নতুন করে ১০০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর নিশ্চিত করেছে। এ ঘোষণা এপ্রিল মাসে কার্যত সব মার্কিন বাণিজ্য অংশীদারের ওপর পাল্টা শুল্কারোপের পর প্রেসিডেন্টের নেয়া সবচেয়ে কঠোর বাণিজ্যনীতি।

এছাড়া রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুম ফিটিংসের ওপর ৫০ শতাংশ, ঘর সাজানোর জিনিসপত্রে ৩০ শতাংশ এবং ভারী ট্রাকের ওপর ২৫ শতাংশসহ বেশকিছু আমদানি পণ্যে নতুন করে শুল্ক ধার্য করে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন:

দেশটির মোট ওষুধের চাহিদার ৫৩ শতাংশ যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়। বাকি অংশ আসে ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে।

ট্রুথ সোশ্যালের এক বার্তায় ট্রাম্প বলেন, ‘এসব পণ্যে আমদানি শুল্ক আগামী পহেলা অক্টোবর থেকে কার্যকর হবে। যেকোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট করা ওষুধ আমদানিতে এখন গুণতে হবে শতভাগ শুল্ক। যদি কোম্পানিগুলো এরইমধ্যে যুক্তরাষ্ট্রে উৎপাদন চালু রাখে তবে তাদের ক্ষেত্রে এ শুল্ক প্রযোজ্য হবে না।’

ইএ