স্থানীয় সংবাদমাধ্যম থাই পিবিএস ওয়ার্ল্ড জানিয়েছে, ধীরে ধীরে রাস্তার পিচে ফাটল ধরে, যা পরে ভয়ংকর গর্তে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার পৃষ্ঠ দেবে যাচ্ছে, একের পর এক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে এবং পানির পাইপ ফেটে পানি ছড়িয়ে পড়ছে চারদিকে।
গর্তটি দ্রুত বিস্তৃত হয়ে চার লেন বিশিষ্ট রাস্তার একটি বড় অংশকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। আতঙ্কিত চালকেরা দ্রুত গাড়ি সরিয়ে নিতে দেখা যায়। ধসের একটি প্রান্ত গিয়ে ঠেকে স্থানীয় একটি পুলিশ স্টেশনের সামনে, ফলে তাদের ভূগর্ভস্থ কাঠামোও উন্মুক্ত হয়ে পড়ে।
আরও পড়ুন:
ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিটিপান্ট জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অন্তত তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলের পাশেই থাকা একটি হাসপাতালের বহির্বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আশপাশের কয়েকটি ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
গর্ত মেরামতের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। তবে শহরের ওই অংশে যান চলাচলে তীব্র বিঘ্ন দেখা দিয়েছে, যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা।





