সুপার টাইফুন রাগাসার আঘাতে লণ্ডভণ্ড দক্ষিণ এশিয়ার ফিলিপিন্সের উত্তর-পূর্বাঞ্চল। এরই মধ্যে দেশটির ওপর দিয়ে বয়ে গেছে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ। এর প্রভাবে দেশটির বিভিন্ন প্রদেশে ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টি বয়ে যায়। আঘাতের সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ২৩০ কিলোমিটার।
আরও পড়ুন:
রাগাসার প্রভাবে ফিলিপিন্সে আকস্মিক বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ক্ষয়ক্ষতি এড়াতে রাজধানী ম্যানিলাসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ১০ হাজার মানুষকে। বাতিল ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট।
ফিলিপিন্সে আঘাতের পর টাইফুন রাগাসা আঘাত হেনেছে চীনের দক্ষিণাঞ্চলে। গুয়াংডং প্রদেশের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এরইমধ্যে ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টি দেখা দিয়েছে এ অঞ্চলে।
সুপার টাইফুন রাগাসার কারণে জরুরি সতর্কতা জারি রয়েছে হংকংয়ে। এরইমধ্যে বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। বাতিল হতে পারে ৫০০ বেশি ফ্লাইট। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে সুপার টাইফুন। এ পরিস্থিতিতে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
সুপার টাইফুন রাগাসাকে ক্যাটাগরি ৫ মাত্রার হ্যারিকেনের সঙ্গে তুলনা করা হচ্ছে। যাকে এ অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় বলছেন আবহাওয়াবিদরা।





