সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার নির্দেশে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন:
ট্রাম্প দাবি করেন, অবৈধ মাদক বহনকারী জাহাজটি যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে ছিলো। চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো মাদক বহনের অভিযোগে ক্যারিবীয় অঞ্চলে জাহাজে অভিযান চালালো যুক্তরাষ্ট্র।
গত ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলা থেকে রওনা দেয়া একটি নৌযানে অভিযান চালিয়ে ১১ জনকে হত্যা করে মার্কিন সেনাবাহিনী। এসব হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।





