ডেনমার্কের মিউজিয়াম গার্ডেন। শহরের কোলাহল থেকে দূরে শান্ত, নির্জন প্রকৃতিতে চলছে বিয়ের আয়োজন।
শুধু মিউজিয়াম গার্ডেন নয়, শহরের স্ক্যান্ডিনেভিয়া দুর্গ, ফ্রেডেরিকসবর্গ দুর্গ, টেগনারস জাদুঘর, ইকিং জাহাজ দ্য সি স্ট্যালিয়ন এবং স্ট্যাচু পার্কেও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৫০ জন দম্পতি।
সেপ্টেম্বরে বার্ষিক গোল্ডেন ডেজ ফেস্টিভ্যালে ডেনমার্কের বিখ্যাত সব সাংস্কৃতিক স্থানগুলো বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। চলতি বছর উৎসবের থিম ছিল ‘ভালোবাসা’।
সাংস্কৃতিক কেন্দ্রগুলোয় বিয়ে হলেও কমতি ছিলো না আয়োজনের। কনেরা সেজেছিলেন বড় সাদা পোশাকে আর ব্লেজার স্যুট গায়ে জড়িয়ে হাজির হন বরেরা। পছন্দের মানুষের সঙ্গে প্রণয় থেকে পরিণয়ে স্বর্গের সুখ দম্পতিদের। আয়োজকরা জানান, দশটি স্থানে পঞ্চাশটি বিয়ে সম্পন্ন হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহেই। যেখানে প্রায় ১২ হাজার অতিথি অংশ নেন।
আরও পড়ুন:
ডেনমার্কের মিউজিয়াম গার্ডেনে বিয়ে করতে আসা এক দম্পতি বলেন, ‘এটা অবিশ্বাস্য। এখানে সুযোগ পেয়ে আমরা খুব খুশি। আমরা নিজেদেরকে চিমটি মেরেছি। এটা অবিশ্বাস্য। বাগানে কিছু শ্যাম্পেন খেয়ে এবং আমাদের অতিথিদের অভ্যর্থনা জানিয়ে এই মুহূর্তটি উপভোগ করবো।’
ডেনমার্কে বিয়ে করতে আসা অন্য আরেক দম্পতি বলেন, ‘আমরা ব্যক্তিগতভাবে অনেকে বিয়ে খুব গোপনে এবং ছোট আয়োজনে করতে পছন্দ করে। তবে আমি বলব এটি একটি সুন্দর জায়গা। একে অপরকে হ্যাঁ বলার জন্য উপযুক্ত স্থান। এটি সুন্দর এবং বেশ আশ্চর্যজনক।’
সেখানে বিয়ে করা অন্য আরেক দম্পতি জানান তাদের ভালোবাসার কথা সে বিষয়ে তারা বলেন, ‘আমরা ভাইকিংদের ভালোবাসি এবং আমরা ডেনমার্কে বিয়ে করতে চেয়েছিলাম। তখন সঠিক পরিবেশ খুঁজে পাইনি এবার সুযোগটি এসেছে।’
আয়োজকরা বলছেন, বিবাহ আইনে বেশ উদার ডেনমার্ক তাই প্রতি বছর দেশটি বাড়ছে ভিনদেশিদের বিয়ের আয়োজন। ডেনমার্কে বিয়ের জন্য শুধু দরকার একটি সার্টিফিকেটের। আবেদন করা যাবে অনলাইনে। প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট এবং সম্পর্কের প্রমাণপত্র। তারপর মাত্র পাঁচ দিনের মধ্যেই মিলবে দেশটিতে যাওয়ার সুযোগ।
প্রয়োজনে টুরিস্ট ভিসা নিয়ে এসেও ডেনমার্কে বিয়ে করতে পারবেন আবেদনকারীরা।এরপর দেশটির সরকারের অনুমতি নিয়ে আয়োজন করতে পারবেন বিয়ের অনুষ্ঠান। ডেনমার্কের ফ্যামিলি ল এজেন্সিতে আবেদন করতে লাগবে ৩২৬ ডলার। ভেন্যু ভেদে বিয়ের আয়োজন সম্পন্ন করতে খরচ পড়বে ১৯০ থেকে ২ হাজার ২০০ ইউরো পর্যন্ত।





