জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে নিরাপত্তা জোরদার | ছবি: সংগৃহীত
0

জাতিসংঘের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার আওতায় নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে সংস্থাটির ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্ক অবস্থানের কথা নিশ্চিত করেছেন মেয়র এরিক অ্যাডামস। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সহায়তা তহবিল কমিয়ে দেয়ায় সংকট থেকে উত্তরণে এবারের অধিবেশনে কার্যকরী প্রতিক্রিয়ার প্রত্যাশা করছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। বিশ্ব নেতাদের সুরক্ষা নিশ্চিতে হাজার হাজার পুলিশ ছাড়াও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে।

কড়া নজরদারির আওতায় সড়ক-মহাসড়ক, পাতাল রেলপথ, আকাশ ও জলপথসহ সবজায়গা। টহলে যুক্ত করা হয়েছে ড্রোন এবং হেলিকপ্টারও।

বিশ্বব্যাপী চলমান অস্থিরতা ও সংঘাত পরিস্থিতিতে এবার বেশি সতর্ক অবস্থানের কথা নিশ্চিত করেছেন মেয়র এরিক অ্যাডামস। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন তিনি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘এ মুহূর্তে জাতিসংঘের বিরুদ্ধে কোনো হুমকি নেই। তবে বিশ্বব্যাপী উত্তেজনাকর পরিস্থিতির কারণে আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছি।’

আরও পড়ুন:

জাতিসংঘের এ মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির দিকে নজর বিশ্ববাসীর। কারণ গাজায় ইসরাইলি আগ্রাসন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রচেষ্টায় আষ্টেপিষ্টে জড়িয়ে আছেন ট্রাম্প। 

এমনকি বিশ্বব্যাপী সংকট ও সংঘাতময় পরিস্থিতিতে ট্রাম্প মার্কিন তহবিল কমিয়ে দেয়ায় গাজাসহ সব জায়গার শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। ফলে এবারের অধিবেশনেই এ থেকে উত্তরণের পথ খুঁজে পেতে চাইছেন সংস্থাটির মহাসচিব।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘বিশ্বজুড়ে শরণার্থীদের সহায়তায় দুর্দান্ত ভূমিকা পালনকারী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর এখন নাটকীয়ভাবে তহবিলের অভাবে ভুগছে। এটি একটি দুঃখজনক পরিস্থিতি। তাই এবারের অধিবেশনে এর জন্য ব্যাপক প্রতিক্রিয়া প্রয়োজন।’

সাইড লাইনের বৈঠকের মাধ্যমে এরই মধ্যে ৮০তম অধিবেশনের যাত্রা শুরু হলেও, ২৩ সেপ্টেম্বর প্রায় ১৫০ জন রাষ্ট্র বা সরকারপ্রধানসহ মোট দুইশোরও বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হবে ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদের মূল আনুষ্ঠানিকতা।

এসএইচ