প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ চলাকালে এ হামলা চালানো হয়। এতে মুহূর্তেই নিহত হন ডজনখানেক মানুষ।
চিকিৎসকরা বলছেন, এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে এখনও মরদেহ উদ্ধারের কাজ চলছে।
আরও পড়ুন:
দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার দায় স্বীকার করেনি গোষ্ঠীটি।
দুই বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলা গৃহযুদ্ধে দারফুরের এ শহরই এখন সবশেষ সেনাঘাঁটি। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে আরএসএফের যোদ্ধারা।





