যুক্তরাজ্যে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকে ঘিরে চলছে বিক্ষোভ

উড়োজাহাজ থেকে নামছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প
উড়োজাহাজ থেকে নামছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দেশটির রাজ বাসভবন উইন্ডসর ক্যাসল ঘিরে প্রতিবাদ করছে লেড বাই ডঙ্কিস নামের একটি সংগঠনের কর্মীরা।

স্থানীয় সময় মঙ্গলবার কয়েক মিনিট ধরে উইন্ডসর ক্যাসলের দেয়ালে ডোনাল্ড ট্রাম্প এবং জেফ্রি এপস্টেইনের ছবি প্রদর্শন করে প্রতিবাদ জানায় তারা। ভিডিওতে ট্রাম্পের মাগশট, এপস্টেইনের প্রতিকৃতি ও তাদের একসঙ্গে নাচার দৃশ্য দেখা যায়। এ ঘটনায় ক্ষতিকর বার্তা প্রচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন:

বিক্ষোভ সত্ত্বেও বুধবার রাতে উইন্ডসর ক্যাসলে থাকবেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনা শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন ট্রাম্প।

ইএ