৭৭তম এমি অ্যাওয়ার্ডের আসরে ইতিহাস গড়লেন ১৫ বছর বয়সী ওয়েন কুপার

৭৭তম এমি অ্যাওয়ার্ডের আসর
৭৭তম এমি অ্যাওয়ার্ডের আসর | ছবি: এখন টিভি
3

১৫ বছর বয়সে এমি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপার। নেটফ্লিক্সের 'অ্যাডোলেসেন্স' এ অভিনয়ের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে হওয়া এবারের এমি আসরে বাজিমাত করেছে অ্যাডোলেসেন্স, দ্য স্টুডিও, দ্য পিট। এ তিনটিই পেয়েছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার।

ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপারকে বিজয়ী হিসেবে ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে ৭৭তম এমি অ্যাওয়ার্ডের আসর। কারণ সবচেয়ে কনিষ্ঠ এ অভিনেতার বয়স মাত্র ১৫ বছর।

ব্রিটিশ ড্রামা সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ এর মূল চরিত্রে অভিনয় না করেও এমি পুরস্কার জিতেছেন এ কিশোর অভিনেতা। এরইমধ্যে দিয়ে টেলিভিশন অভিনয় জগতে ইতিহাস গড়লেন ওয়েন কুপার। অল্প বয়সে এমি পুরস্কার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অ্যাডোলেসেন্সের এ অভিনেতা। সহ শিল্পীসহ পরিবারের সবাইকে এ অর্জন উৎসর্গ করেন তিনি।

ওয়েন কুপার বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকাটা আমার জীবনে সত্যিই অবাক করা বিষয়। যখন আমি এ নাটক করেছিলাম, তখন আশাও করিনি যে আমি যুক্তরাষ্ট্রের এমি আসরে থাকব। তিন বছর আগে আমি কিছুই ছিলাম না। এ পুরস্কার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়ে থাকবে।’

আরও পড়ুন:

এবারের এমি অ্যাওয়ার্ডের আসরে বাজিমাত করেছে নেটফ্লিক্সের অ্যাডোলেসেন্স সিরিজ ছাড়াও দ্য স্টুডিও এবং দ্য পিট। এছাড়াও এ তালিকায় রয়েছে সেভরেন্সের নাম। সেভরেন্স সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লেয়ার জিতেছেন দুটি পুরস্কার।

পুরস্কার পেয়ে মাকে উৎসর্গ করেন সেভরেন্স সিরিজের অভিনেতা ট্রামেল টিলম্যান। এমনকি যেখান থেকে অভিনয় শিখেছেন সেই অ্যাকাডেমির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এছাড়া অভিনেতা ব্রিট লেয়ার জানান, এ অর্জন শুধু তার একার নয় সেভরেন্স সিরিজের সব অভিনেতা ও কলাকুশলী এর অংশীদার।

ট্রামেল টিলম্যান বলেন, ‘মা পাশে ছিলেন বলেই এ অর্জন সম্ভব হয়েছে। প্রিয় অ্যাকাডেমিকেও ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।’

ব্রিট লেয়ার বলেন, ‘এ পুরষ্কারটি সিরিজের অন্যান্য অভিনেতা এবং কলাকুশলীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ড্যান, জেসিকা, অ্যাডাম এবং বেনের প্রতি চির কৃতজ্ঞ।’

লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয় তারকা জগতের জমকালো এ আসর। ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড আয়োজনে আমেরিকান প্রাইম টাইম টেলিভিশনের সেরাদের সম্মান জানানো হয়েছে। মূলত টেলিভিশন ড্রামা সিরিজ, কমেডি, এবং বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপনায় অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে এমি পুরস্কার দেয়া হয়।

এফএস