ইরানে মার্কিন হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য; আলোচনার আহ্বান জাতিসংঘসহ বহু দেশের

মার্কিন হামলার বিরুদ্ধে সমালোচনা জানিয়েছেন বিভিন্ন দেশ
মার্কিন হামলার বিরুদ্ধে সমালোচনা জানিয়েছেন বিভিন্ন দেশ | ছবি: সংগৃহীত
0

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। তাই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। একই আহ্বান জানিয়েছে সৌদি আরব, নিউজিল্যান্ড, মেক্সিকো, ভেনিজুয়েলা ও কিউবা। তবে এ হামলার কারণে অন্যান্য দেশও পারমাণবিক শক্তি অর্জনে উৎসাহী হবে বলে মত যুক্তরাষ্ট্রের আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের।

ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পর গোটা বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই আজ (রোববার, ২২ জুন) ভোরে ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে মার্কিন সেনারা। যেখানে ব্যবহার করা হয়েছে স্টেলথ বোমারু ‘বি টু বোম্বার্স’।

মার্কিন এ মারণাস্ত্র দিয়ে ইরানে আঘাতের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। তাই আন্তর্জাতিক আইন মেনে জাতিসংঘের সদস্যদের সংঘাত বন্ধ করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। সামরিক শক্তিতে সংকটের কোন সমাধান হবে না বরং কূটনৈতিক উপায়ে চলমান সংঘাতের সমাধানের আহ্বান তার।

ইরানের সার্বভৌমত্বে আঘাত করায় যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, আমেরিকা তাদের আধিপত্য বাড়াতেই মূলত আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে হামলা করেছে।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় উদ্বেগ জানিয়েছে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। পরবর্তীতে এ ধরনের হামলা না করার আহ্বান তার।

মার্কিন এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মেক্সিকো সরকারও। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে এর সমাধানের আহবান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়াও ইরানের হামলার নিন্দা জানিয়েছে ভেনিজুয়েলা ও কিউবা।

মার্কিন এ হামলার সমালোচনা হয়েছে খোদ যুক্তরাষ্ট্রেও। মার্কিন আর্মস কন্ট্রোল অ্যসোসিয়শেনের বলছে, এ ঘটনার পর নিজেদের রক্ষায় ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আরও ইউরেনিয়াম উৎপাদনে উৎসাহী হবে। এ ছাড়াও ইসরাইলের সঙ্গে এক হয়ে ইরানের হামলা চালানোকে অবৈধ বলছে সংস্থাটি। ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমি আচরণে ক্ষুব্ধ মার্কিনরাও।

মার্কিন এক নাগরিক জানান, আমার মেয়ে গতকাল জিজ্ঞেস করছিলো তৃতীয় বিশ্ব যুদ্ধ কি শুরু হয়ে গেছে? তবে বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে এটা বুঝতে পারছি। আমার সন্তানকে বলতে চাই, আমরা তৃতীয় বিশ্ব যুদ্ধ চাই না। তবে মনে হচ্ছে তা আর বলতে পারবো না। যুক্তরাষ্ট্রের সেনাদের ইরানে হামলা করতে না পাঠালেও পারতেন ট্রাম্প। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

অবশ্য মার্কিন এ হামলার জন্য ইরানকেই দুষছে অস্ট্রেলিয়ার সরকার। আন্তর্জাতিক শান্তি নষ্ট করতে বছরের পর বছর ধরে ইরান নিউক্লিয়ার চর্চা করে আসছে বলে তেহরানকে এই দিন দেখতে হয়েছে বলে অভিযোগ দেশটির।

ইএ