সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির ১৭ বিশেষজ্ঞকেই বরখাস্ত করেন তিনি। প্যানেলের সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেন তিনি।
এছাড়াও, ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর সঙ্গে আর্থিক সম্পর্ক ও তাদের সঙ্গে আপসের অভিযোগ রয়েছে বরখাস্ত হওয়া এই বিশেষজ্ঞদের। মার্কিন নাগরিকদের সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন দিতেই তার এ পদক্ষেপ বলে জানান মার্কিন স্বাস্থ্যমন্ত্রী।