যুক্তরাষ্ট্রে টিকা বিষয়ক উপদেষ্টা প্যানেলের সব সদস্য বরখাস্ত

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের টিকা বিষয়ক গুরুত্বপূর্ণ উপদেষ্টা প্যানেলের সব সদস্যকে বরখাস্ত করলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির ১৭ বিশেষজ্ঞকেই বরখাস্ত করেন তিনি। প্যানেলের সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেন তিনি।

এছাড়াও, ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর সঙ্গে আর্থিক সম্পর্ক ও তাদের সঙ্গে আপসের অভিযোগ রয়েছে বরখাস্ত হওয়া এই বিশেষজ্ঞদের। মার্কিন নাগরিকদের সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন দিতেই তার এ পদক্ষেপ বলে জানান মার্কিন স্বাস্থ্যমন্ত্রী।

এএইচ