রোববার (১৮ মে) ৮২ বছর বয়সী বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার ক্রমাগত প্রস্রাবের লক্ষণ দেখা দেয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগ নির্ণয় করা হয়।
এখন তিনি এবং তার পরিবার ডাক্তারদের সাথে চিকিৎসার বিকল্পগুলো পর্যালোচনা করছেন।
বাইডেনের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন ও সুস্থতা কামনা করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
যদিও প্রোস্টেট ক্যান্সার চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এ ক্যান্সার চিকিৎসা থাকলেও কোনও প্রতিকার নেই।