চীনা মোবাইল ও প্রযুক্তি পণ্যে শুল্ক প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা

চীনা মোবাইল ও প্রযুক্তি পণ্যে শুল্ক প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা
চীনা মোবাইল ও প্রযুক্তি পণ্যে শুল্ক প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা | Ekhon
0

চীনা মোবাইল ও প্রযুক্তি পণ্যের ওপর থেকে মার্কিন শুল্কারোপ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে শুল্ক প্রত্যাহারের বিষয়টি অস্বীকারের পর এবার ট্রাম্প জানালেন এই সুবিধা সাময়িক। তবে, চীনা ইলেকট্রনিক্স পণ্যের ওপর ভিন্ন ভিন্ন হারে শুল্কারোপ হবে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।

চীনা মোবাইল ও কম্পিউটারের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের বিষয়টিকে অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ মাত্র এক দিন আগেই যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত রক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছিলো, চীনের ওপর আরোপ করা ১৪৫ শতাংশ শুল্কের বাইরে থাকবে ইলেকট্রনিক্স পণ্য। এ বিষয়ে সোমবার সাংবাদিকদের বিস্তারিত জানানোর প্রতিশ্রুতিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এবার ৩৬০ ডিগ্রিতে ঘুরে গেলেন ট্রাম্প। চীনা কোন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এমনকি মোবাইল, কম্পিউটারসহ ইলেকট্রনিক্স পণ্যের ওপরও বহাল থাকবে শুল্ক। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে এ কথা জানান ট্রাম্প। তবে চীনা ইলেকট্রনিক্স পণ্যে ভিন্ন ভিন্ন শুল্ক আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক বলেন, ‘সেমিকন্ডাক্টরসহ ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্যের ওপর বিভিন্ন ধাপে শুল্ক আরোপ হবে। শিগগিরই নোটিশ দেয়া হবে। এসব পণ্যের শুল্ক বিশেষভাবে নেয়া হবে।’

এমনকি সামনের দিনগুলোতে চীনা পণ্যের ওপর শুল্কের হার আরও বাড়তে পারে বলেও আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র যখন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে মেতেছে তখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দুই দিনের সফরে ভিয়েতনামে এসেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লামের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

এএইচ