বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, আহত ৫

আবদুল হালিম
আবদুল হালিম | ছবি: এখন টিভি
0

বরিশাল নগরীর কোতোয়ালি থানায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল (বুধবার, ৩০ এপ্রিল) রাতে ভুক্তভোগী মো. আতিকুর রহমান মামুন (৪২) বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী জানান, গতকাল দুপুরে বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার আর্শেদ আলী গলির বড়বাড়ি এলাকায় অভিযুক্ত হিরন, লিমনসহ আরও ১২ থেকে ১৩ জন হামলা চালায়।

এসময় তারা বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাড়ির সদস্যদের মারধর করে। হামলায় আহত হন আবদুল হালিমসহ পরিবারের বেশকয়েকজন সদস্য। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগপত্র |ছবি: এখন টিভি

আতিকুর রহমান মামুন অভিযোগে করেন, পূর্ব শত্রুতার জেরে তারা পরিকল্পিতভাবে তার বাসায় হামলা চালিয়েছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

তিনি বলেন, ‘প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।’

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসএস