ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে লিবিয়া, পাকিস্তান ও ইয়েমেনে বিক্ষোভ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে লিবিয়া, পাকিস্তান, ইয়েমেনে বিক্ষোভ
বিদেশে এখন
0

গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে, লিবিয়া, পাকিস্তান আর ইয়েমেনে। তারা বলছেন, গণহত্যা চালানো আর এতে সহায়তা করা ইসরাইল আর যুক্তরাষ্ট্র পরাজিত হবেই।

দেড় বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপের মাঝেই কোনোমতে টিকে আছেন ফিলিস্তিনিরা। আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো নীরব থাকলেও গাজার সাধারণ মানুষের ওপর এই গণহত্যা বন্ধে সোচ্চার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

পাকিস্তানের লাহোরে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। দেশের দ্বিতীয় বৃহত্তম শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। তারা বলছেন, ইসরাইল বিরোধী এই বিক্ষোভ হবে সারাদেশে। বিক্ষোভ হয়েছে করাচি আর ইসলামাবাদেও।

গাজার মানুষ কেয়ামত দেখছে। মানবাধিকারের চ্যাম্পিয়ন ইউরোপ, পশ্চিমা বিশ্ব, জাতিসংঘের জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া উচিত এই বর্বরতা রুখতে।

এদিকে বিক্ষোভ হয়েছে লিবিয়াতেও। দেশটির তৃতীয় বৃহত্তম শহর মিসরাতায় গাজায় বর্বরতা বন্ধে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ আর ইসরাইলকে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।

গাজার মানুষের সঙ্গে যা হচ্ছে, সহিংসতার সব পর্যায় ছাড়িয়ে গেছে। জায়নবাদী ধ্বংসের মেশিনের সন্ত্রাসী কর্মকাণ্ড এটি, আমেরিকা যেটা সমর্থন দিচ্ছে। এজন্য মুসলিমরা মাঠে নেমেছি।

বিশাল বিক্ষোভ হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। দেশটির হাজার হাজার মানুষ শুক্রবার রাস্তায় নেমেছেন গাজায় গণহত্যা বন্ধের দাবিতে। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। স্লোগান ছিল ইসরাইল আর যুক্তরাষ্ট্র বিরোধী।

এসময় ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলারও তীব্র নিন্দা জানানো হয়।

ফিলিস্তিনের মানুষকে বার্তা দিতে চাই। তোমরা একা নও। আল্লাহ আছেন, আমরাও আছি। আমেরিকা যত বোমা হামলাই করুক। তোমাদের সমর্থন করে যাবো। ইসরাইলকে, ইহুদিবাদীদের, যুক্তরাষ্ট্রকে পরাজিত করবোই।

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা ঠেকাতে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে অনবরত হামলা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্ব নেয়ার পর ইয়েমেন হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় অপারেশন চালিয়েছে যুক্তরাষ্ট্র।

যদিও হুতি বিদ্রোহীরা বলেছেন, গাজায় যতদিন ইসরাইল গণহত্যা চালাবে, ততদিন লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকবে।

এসএইচ