প্রতিনিয়ত ফিলিস্তিনিদের নৃশংসভাবে হত্যা করছে ইসরাইল। কখনও বোমা মেরে উড়িয়ে দিচ্ছে গোটা শহর, কখনও বা স্থল অভিযানে গুলি করে পাখির মতো হত্যা করা হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের।
ইহুদিদের হাতে মুসলিম ভাইদের গণহারে মরতে দেখেও বিবেকের ঘরে তালা মেরেছে আরব বিশ্ব। তবে সেই বিবেককে নাড়াতে সোমবার ধর্মঘটের ডাক দিলেন খোদ ফিলিস্তিনিরাই। তাদের সমর্থন জানিয়ে পুরো বিশ্বকে ইসরাইলবিরোধী প্রতিবাদে নামার আহ্বান তাদের।
গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ করতেই তাদের এই ধর্মঘটের ডাক। সেইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের আর্জি, ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে ইসরাইলের ওপর চাপ তৈরি।
ফিলিস্তিনিদের ডাকা এ ধর্মঘটে একাত্মতা জানিয়েছে হামাস। পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরও এই প্রতিবাদ মিছিলে অংশ নেয়ার আহ্বান হামাসের।
ফিলিস্তিনের ডাকে সাড়া দিয়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশ। বাংলাদেশ, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে গাজায় গণহত্যা বন্ধে রাজপথে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে একটাই আওয়াজ, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে ইসরাইলকে।
ফিলিস্তিন ইস্যুতে বিশ্বজুড়ে বিক্ষোভ কর্মসূচির আওতায় পাকিস্তানের করাচিতে বন্ধ রয়েছে দোকান-পাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর আগে মরক্কোতেও বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ।





