আজ (শনিবার, ২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার ২২ মিনিটে সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’-এর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। দেশটির তুমাইর মানমন্দিরের চাঁদ কমিটি জানিয়েছে যে, তারা পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ দেখতে পেয়েছেন।
অর্থাৎ এ বছর রমজান মাস শেষ হলো ২৯ দিনে। রমজান মাস শেষে আগামীকাল রোববার ঈদ উদযাপন করবে সৌদি আরব।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে ৩০ মার্চ (রোববার) ঈদুল ফিতর পালন করবে দেশটি।
এর আগে সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতেও একই দিনে চাঁদ দেখার আহ্বান জানানো হয়। সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার (২৭ মার্চ) জনসাধারণের প্রতি অনুরোধ জানান, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তা যেন নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে অবগত করেন।
এদিকে আগামীকাল রোববার (৩০ মার্চ) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে এই সভা। এতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন। এই সভা থেকেই বাংলাদেশে ঈদ কবে উদ্যাপিত হবে, তা জানা যাবে।