তুরস্কের চলমান বিক্ষোভ অশুভ: তাইয়্যেপ এরদোয়ান

বিদেশে এখন
0

তুরস্কের চলমান বিক্ষোভকে অশুভ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সহিংস আন্দোলনে সরকারি সম্পত্তি ধ্বংসের জন্য বিরোধী নেতা ইমামোলুকে দায়ী করেছেন তিনি। এদিকে, যত সময় গড়াচ্ছে ততই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এরদোয়ান বিরোধী আন্দোলন। পুলিশি নির্যাতন ও গণ গ্রেপ্তার করেও আন্দোলনকারীদের দমাতে পারছে না এরদোয়ান প্রশাসন।

গেল এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল রাজধানী আঙ্কারাসহ গোটা তুরস্ক। শহরের রাস্তাগুলো এখন বিক্ষোভকারীদের দখলে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে তারা। পুলিশের জলকামান, লাঠিচার্জ, পিপার স্প্রে, রাবার বুলেটও আন্দোলনকারীদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। যতই দিন যাচ্ছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এরদোয়ান বিরোধী আন্দোলন।

গেল ১৯ মার্চ প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র ইমামোলুকে দুর্নীতির দায়ে আটকের পর থেকেই আন্দোলন দানা বাধতে শুরু করে। গেল রোববার তাকে কারাদণ্ডের আদেশ দিলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা তুরস্কে। যা রূপ নেয় গেল এক দশকের মধ্যে তুরস্কের সবচেয়ে বড় আন্দোলনে।

পুলিশ দিয়ে আন্দোলন দমাতে ব্যর্থ এরদোয়ান প্রশাসন এবার সবকিছুর জন্য দায় চাপাচ্ছে বিরোধী নেতা কারাবন্দি ইমামোলুর ওপর। এরদোয়ানের অভিযোগ, সহিংস আন্দোলন উস্কে দিয়ে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে বিরোধীরা। যা একটি অশুভ লক্ষণ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, ‘ভাঙচুর, হামলা, সহিংসতার জন্য একমাত্র দায়ী ব্যক্তি বিরোধী নেতা ইমামোলু। সহিংস আন্দোলনে আহত হয়েছেন শত শত পুলিশ কর্মকর্তা। এছাড়া, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করাসহ কোটি কোটি অর্থের সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। এর দায়ভার বিরোধীদেরকেই নিতে হবে।’

সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সাংবাদিকসহ আন্দোলনকারীদের গণহারে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। এছাড়া, তাদের ওপর চলছে পুলিশের দমন পীড়ন। ইস্তাম্বুলের মেয়র ইমামোলুর প্রতি অবিচার হয়েছে বলে দাবি তার সমর্থকদের।

সমর্থকদের একজন বলেন, ‘ইমামোলুর প্রতি অবিচার করা হচ্ছে। বিনা কারণে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

আরেকজন বলেন, ‘যারা শাসনক্ষমতায় আছে তারাই জেল-জরিমানা করে হয়রানি করছে বিরোধীদের। এরদোয়ান তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে ভাবতে পারেন না।’

এদিকে ২০২৮ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তুরস্কের প্রধান বিরোধীদল সিএইচপি'র প্রার্থী নির্বাচিত হয়েছেন কারাবন্দি একরাম ইমামোলু। প্রায় দেড় কোটি ভোটে তিনি প্রার্থী নির্বাচিত হন। যা তাকে জাতীয় সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নিজের গদি বাঁচাতেই বিরোধী নেতা ইমামোলুকে গ্রেপ্তার ও কারাদণ্ড দেয়া হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

ইএ