হুথি-মার্কিন হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত ইয়েমেন ও লোহিত সাগর

.
বিদেশে এখন
0

হুথি-মার্কিন হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত ইয়েমেন ও লোহিত সাগরের নৌরুট। ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয়বার মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার দাবি করছেন হুথি বিদ্রোহীদের। এ অবস্থায় ইয়েমেনি হুথিদের যেকোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের নিশানা করে প্রাণঘাতী হামলায় বাড়ছে উত্তেজনা। প্রতিশোধ নিতে লোহিত সাগরে থাকা যুক্তরাষ্ট্রের রণতরী লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার দাবি করছে হুতিরাও।

৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয়বার মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার দাবি করছেন হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র। যতক্ষণ না ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লোহিত সাগর এবং আরব সাগরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া বলেন, ‘আমাদের আক্রমণে শত্রুদের অনেক যুদ্ধজাহাজ উত্তর লোহিত সাগর অঞ্চলের দিকে পিছু হটতে বাধ্য হয়েছিল। নতুন করে আমাদের দেশের বিরুদ্ধে তাদের নেয়া বিমান হামলা ব্যর্থ হয়েছে। সামনের সময়গুলোতে যুক্তরাষ্ট্র বা ইসরাইল দ্বারা তৈরি যেকোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত।’

এ অবস্থায় হুতি বিদ্রোহীদের দমাতে ইরানকে চাপ দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুতিদের যেকোনো হামলার দায় নিতে হবে ইরানকে। এমনকি হুতিদের হামলার জন্য ভয়াবহ পরিণতি দেখতে হবে তেহরানকে, আর তা প্রাণঘাতী হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজও।

হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘ইরানের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হল, প্রেসিডেন্ট হাত গুটিয়ে বসে থাকবেন না। আর আমার মনে হয় হুথিরা ইতোমধ্যে বিষয়টি টের পেয়েছে। মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজে আক্রমণ কিছুতেই মেনে নেয়া হবে না। হুতিদের কোনো পদক্ষেপ সহ্য করা হবে না।'

গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে গত দেড় বছরে লোহিত সাগর এবং আশপাশে ইসরাইল ও তাদের মিত্রদের শতাধিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। বর্তমানে হুতি-মার্কিন হামলা-পাল্টা হামলায় বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌ-রুটটিতে নিরাপত্তা সংকট আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

এসএইচ