জানা গেছে, গত বছরের জুনে মাত্র আটদিনের জন্য মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বাচ উইলমোর ও সুনি উইলিয়ামস নামের দুই নভোচারী।
পরীক্ষামূলক যে মহাকাশযানে চড়ে তারা পৌঁছেছিলেন, সেটিতে কারিগরি ত্রুটির কারণে নয় মাস ধরে আটকে আছেন মহাকাশেই। নতুন যান ও ক্রু পৌঁছানোয় চলতি সপ্তাহেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়ার কথা তাদের।