৫ বছর বন্ধ থাকার পর মিশরে ঐতিহ্যবাহী উটের দৌড় প্রতিযোগিতা চালু

৫ বছর বন্ধ থাকার পর মিশরে চালু হয়েছে ঐতিহ্যবাহী উটের দৌড় প্রতিযোগিতা | এখন
0

কোভিড মহামারির কারণে ৫ বছর বন্ধ থাকার পর অবশেষে মিশরে চালু হয়েছে ঐতিহ্যবাহী উটের দৌড় প্রতিযোগিতা। ২দিন ব্যাপী এই আয়োজনে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও অংশ নিয়েছেন মিশরের বেশ কিছু আদিবাসী সম্প্রদায়।

করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় ৫ বছর বন্ধ থাকার পর আবারো মিশরের ইসমাইলিয়া মরু উদ্যানে শুরু হয়েছে উটের ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা।

দর্শনার্থীদের একজন বলেন, ‘এই আয়োজন আমাদের সংস্কৃতির অন্যতম প্রধান উপাদান। উটের সাথে বেদুইনের জীবন ও পথচলার গল্প গভীরভাবে জড়িত।’

মিশরীয় ক্যামেল রেসিং ফাউন্ডেশনের সদস্য এবং গালফ অব আকাবা ক্লাবের পরিচালক মাহদি সামাহা বলছেন, প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ'র সুশাসনের কারণে ন্যায্যমূল্য পাচ্ছেন পশুপালকরা। বর্তমানে একেকটি উট বিক্রি করে ৩০ লাখ ইজিপশিয়ান পাউন্ড পাওয়া গেলেও আগে ১০ লাখের বেশি দাম উঠতো না।

দু'দিনব্যাপী এবারের আসরে আরব দেশের অন্তত ১৭টি আদিবাসী দলের ৩০০ উট প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্যোগে তরুণ উদ্যোক্তারা উট পালনে যেমন উদ্বুদ্ধ হবেন তেমনি আরব সংস্কৃতি পৌঁছে যাবে বিশ্বের নানা প্রান্তে।

ইএ