নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানায়, চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান।
মার্কিন কংগ্রেস সদস্য ড্যারেল ইস জানান, মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ট্রাম্পের যে অবস্থান তাতে এ পুরস্কারের জন্য তার চেয়ে উপযুক্ত আর কেউ নয়।
গেল বছরও নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার পায় পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণে কাজ করা প্রতিষ্ঠান নিহোন হিদানকিও।
২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।