ইউক্রেন প্রেসিডেন্ট জানান, দুই দেশের মধ্যে শিগগিরই আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।
তবে মার্কিন গোয়েন্দা সহায়তা বন্ধের ঘোষণায় রুশ বাহিনীর হামলা ঠেকাতে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে ইউক্রেন।
এদিকে ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন দু' জন। আহত হয়েছেন অন্তত সাত জন। একটি আবাসিক হোটেলে এই হামলা হয়।